Friday, March 29, 2024
Homeরাজ্যমর্জিমাফিক নয়, এবার শিক্ষকদের বদলি হবে দূরের স্কুলেও

মর্জিমাফিক নয়, এবার শিক্ষকদের বদলি হবে দূরের স্কুলেও

স্টাফ রিপোর্টার: রাজ্যে শিক্ষক বদলির ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিল কলকাতা হাই কোর্ট । এবার থেকে শিক্ষক বদলির ক্ষেত্রে প্রযোজ্য হবে গাইডলাইন। এই আইনে যে কোনও শিক্ষককে যে কোনও জায়গায় বদলি করতে পারে শিক্ষা দপ্তর।শিক্ষক বদলি মামলায় শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, ‘‘কোনও জঙ্গলের আইন চলতে পারে না! যে যাঁর খুশি মতো কাজ করবেন, এটা সম্ভব নয়।

মর্জিমাফিক নয়, এবার শিক্ষকদের বদলি হবে দূরের স্কুলেও

যত শিক্ষক বদলির মামলা আছে এবার থেকে এই আইন প্রয়োগ করবেন। কলকাতার শূন্য ছাত্রের স্কুলের শিক্ষককে হাওড়ায় যেতেই হবে। এ বার থেকে ওই আইন প্রয়োগ করা হোক।”বিচারপতি বসু আরও জানান, বদলি নিয়ে কোনও শিক্ষককে শিক্ষা দফতর নির্দেশ দিলে, তা সাত দিনের মধ্যে পালন করতে হবে। যদি তা পালন না করা হয়, সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করতে পারবে শিক্ষা দফতর।

মর্জিমাফিক নয়, এবার শিক্ষকদের বদলি হবে দূরের স্কুলেও

বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ কড়া নির্দেশ দিয়ে জানায়, প্রশাসনিক বদল গাইডলাইন মেনে শিক্ষক বদলি করতে হবে। প্রয়োজনে দূরের স্কুলেও যেতে হবে। শিক্ষকদের মর্জিমাফিক আর কিছু হবে না। দ্রুত এই নির্দেশ কার্যকর করতে শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Most Popular