Wednesday, April 24, 2024
spot_img
Homeরাজ্যআগামী সপ্তাহ থেকে বাড়বে গরম, বৃষ্টির সম্ভাবনা নেই সরস্বতী পুজোয়

আগামী সপ্তাহ থেকে বাড়বে গরম, বৃষ্টির সম্ভাবনা নেই সরস্বতী পুজোয়

স্টাফ রিপোর্টার: কলকাতায় আর ফিরছে না জাঁকিয়ে শীত। আগামী সপ্তাহে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে যেতে পারে কলকাতার তাপমাত্রা। নেতাজির জন্মদিন থেকে সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ সবই উষ্ণতায় কাটবে বলে মত আবহাওয়াবিদদের।

আগামী সপ্তাহ থেকে বাড়বে গরম, বৃষ্টির সম্ভাবনা নেই সরস্বতী পুজোয়

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গে শীতের আমেজ কিছুটা বজায় থাকলেও রবিবার থেকে পারদ চড়বে। পরবর্তী তিন চার দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা। প্রধানত শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকবে।আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উপকূলের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা।

আগামী সপ্তাহ থেকে বাড়বে গরম, বৃষ্টির সম্ভাবনা নেই সরস্বতী পুজোয়

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দখিনা হাওয়ায় ভর করে। এর প্রভাবেই রাজ্যে ক্রমশ শীতের আমেজ কমবে।অন্যদিকে, উত্তরবঙ্গে ২২ তারিখের পর আবহাওয়ার পরিবর্তন হবে। দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে ।

Most Popular