
সংবাদ সংস্থা: বছরের প্রথম রোজগার মেলায় ৭১ হাজারের বেশি যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মোদি। মোদির দাবি, তাঁর আমলে সরকারি চাকরির প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। সেই সঙ্গে পূর্ববর্তী কংগ্রেস সরকারকেও ঘুরিয়ে কটাক্ষ করেছেন মোদি। তাঁর কটাক্ষ, গত কয়েক বছরে সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ হয়েছে।
সরকার দ্রুত চাকরিতে শূন্যপদ নিয়োগের উদ্যোগ নিচ্ছে। একটা সময় ছিল, যখন সরকারি পদে প্রমোশনও বন্ধ থাকত। মোদির দাবি, কেন্দ্র এবং রাজ্যে একসঙ্গে কাজ করছে বলেই ভারত বদলাচ্ছে। আর পরিবর্তনশীল ভারতে রোজগারের সুযোগও বাড়ছে।কংগ্রেস অবশ্য মোদির কটাক্ষের পালটাও দিয়েছে।
খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে টুইট করে বলেছেন, “প্রধানমন্ত্রীজি দেশে ৩০ লক্ষ সরকারি পদ খালি। আর আপনি মাত্র ৭১ হাজার পদ ভরতি করলেন। আপনি তো বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কোথায় গেল ৮ বছরের ১৬ কোটি চাকরি। যুব সমাজকে জবাব দিন।”