খেলা
স্লো–ওভাররেট, ম্যাচ ফি’র ৬০ শতাংশ কাটা গেল বিরাট, রোহিতদের

সংবাদ সংস্থা: বড় দুঃসংবাদ ভারতীয় শিবিরে।স্লো–ওভাররেটের জন্য বিরাট, রোহিতদের ম্যাচ ফি’র ৬০ শতাংশ কাটা গেল। হায়দরাবাদে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত ১২ রানে হারায় নিউজিল্যান্ডকে। কিন্তু টিম ইন্ডিয়া নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বল করেছিল। আইসিসির নিয়ম বলছে, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে জরিমানা দিতে হবে।
প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হয়। তিন ওভার বাকি থাকায় রোহিতদের ৬০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে। তবে ম্যাচ রেফারির কাছে রোহিত ভুল স্বীকার করে নেওয়ায় কোনও শুনানি হবে না বলে জানিয়ে দিয়েছে আইসিসি।