
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বাইক থেকে পড়ে গিয়ে এক মহিলা গুরুতর আহত হন। আহত মহিলার নাম শেফালি সরকার (৫২)। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত পিয়ালি এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার বেগমপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, তিনি বেগমপুরে কাটাখাল এলাকার এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় এক আত্মীয়ের বাইকে করে পিয়ালিতে বাড়ির দিকে যাচ্ছিলেন। বেগমপুরের কাছে আসতেই বাইক থেকে হঠাৎ অসাবধানবশত শেফালি দেবী পড়ে যান রাস্তায়। তাঁর মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে।
সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা শেফালি দেবীর মাথায় সিটি স্ক্যান ও পায়ে এক্সরে করার পরামর্শ দেন। মাথায় কয়েকটি সেলাই পড়ে। পায়ের চামড়াও উঠে যায়। তিনি এখন বারুইপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।