রাজ্য

ছোটো অক্ষরে নয়, প্যাকেটের গায়ে এমআরপি লিখতে হবে বড় করে, নির্দেশ নবান্নের

স্টাফ রিপোর্টার: পণ্যের গায়ে দামের লেবেল, কবে তৈরি হয়েছে, কী কী উপাদান দিয়ে বানানো হয়েছে, এসবই লেখা থাকে অত্যন্ত ক্ষুদ্র অক্ষরে। যা নিয়ে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা দপ্তর। অবিলম্বে আরও বড় করে এমআরপি, ম্যানুফ্যাকচারিং তারিখ লেখার নির্দেশ দিয়েছে কনজিউমার ফোরাম। এই মর্মে প্রতিটি পণ্য উৎপাদনকারী সংস্থাকে চিঠি দিচ্ছে উপভোক্তা বিষয়ক দপ্তর।

ছোটো অক্ষরে নয়, প্যাকেটের গায়ে এমআরপি লিখতে হবে বড় করে, নির্দেশ নবান্নের

দপ্তর মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, কেউ জিনিসের দাম এত ছোট করে লেখে যে, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। দপ্তরের দায়িত্ব নেওয়ার পরেই বিষয়টা আমার নজরে এসেছে। কাজ শুরু হয়ে গিয়েছে। প্রতিটি পণ্য উৎপাদনকারী সংস্থাকে চিঠি ধরানো হচ্ছে। তারপরও যারা বড় হরফে লিখবে না, তাদের নোটিস ধরানো হবে।

Back to top button
error: Content is protected !!