Friday, April 19, 2024
spot_img
Homeরাজ্য১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, তোপ মমতার

১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, তোপ মমতার

স্টাফ রিপোর্টার: রাজ্যে ১০০ দিনের কাজেও দুর্নীতির অভিযোগ এসেছে।বঙ্গ বিজেপি নেতৃত্বর দাবি, ১০০ দিনের টাকা নয়ছয় করেছে রাজ্য সরকার। এমনকী, বরাদ্দ অর্থের হিসেব চাওয়ার জন্য শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদাররা দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে রীতিমতো দরবার করেছেন। তাৎপর্যপূর্ণভাবে এবার রাজ্যে ১০০ দিনের কাজ খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় দল।

১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, তোপ মমতার

এই মর্মে নবান্নকে চিঠি দিয়েছে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক।১২ জেলায় ঘুরবে প্রতিনিধিরা। তবে শুধু বাংলা নয়, ২৫ রাজ্যে দল পাঠাচ্ছে কেন্দ্র সরকার। যদিও কেন্দ্রীয় দলের পরিদর্শনকে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেন, “কারওর বাড়িতে একটা চকোলেট বোমা ফাটলেও এনআইএ পাঠাচ্ছে।

১০০ দিনের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, তোপ মমতার

আর বিএসএফ যখন গুলি করে মানুষ মারে তখন তো কেন্দ্রীয় দল আসে না! উত্তরপ্রদেশে যখন মেয়েদের উপর অত্যাচার হয়, তখন কতজনকে পাঠাও? খালি কুৎসা আর অপপ্রচারের রাজনীতি।”

Most Popular