স্টাফ রিপোর্টার: মিঠুন চক্রবর্তী যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে এমনই বিস্ফোরক দাবি করলেন ফিরহাদ হাকিম।কয়েকদিন আগে তারকা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী দাবি করেছিলেন, তৃণমূলের ২১ জন নেতা যোগাযোগ রাখছে তাঁর সঙ্গে। এ বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, “ওসব ফাঁকা আওয়াজ। মিঠুনদা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। যাতে দিদি না রেগে যায় তাই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।
মিঠুনদা নিজেও তৃণমূলের সঙ্গে অশান্তি চান না। ব্যক্তিগত কোনও কারণে বিজেপিতে গিয়েছিলেন।”ফিরহাদের এই মন্তব্যের পালটা দিয়েছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “দলের মধ্যে নিজেকে প্রাসঙ্গিক করতে অথবা সংবাদমাধ্যমে একটা বিতর্ক তৈরি করতে এসব বলছেন। গ্রহণযোগ্যতা নেই এর।
মিঠুন চক্রবর্তী জনপ্রিয় অভিনেতা। তাঁর গ্রহণযোগ্যতা, অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার নেই। উনি বিজেপিতে যোগদান করেছেন, দলের কথা বলবেন। ওনার সঙ্গে বহু মানুষের যোগাযোগ রয়েছেন সেটাকে ফিরহাদ হাকিম যেভাবে ব্যাখ্যা করছেন সেটা ঠিক নয়। সত্যিটা মানুষ বুঝবে।”