Thursday, April 25, 2024
spot_img
Homeজেলাকুলপির গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেন বিধায়ক

কুলপির গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেন বিধায়ক

সানওয়ার হোসেন, কুলপি: বুধবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে কুলপি ব্লকের কামারচক গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রাম পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার। মঙ্গলবার প্রথম দফায় রামকৃষ্ণপুর অঞ্চলে বিধায়কদের ‘অঞ্চলে একদিন’ কর্মসূচি পালন করা হয়। বিধায়কের সঙ্গে থাকা নেতারা দিদির সুরক্ষা কবচ সম্পর্কে জনগণকে অবহিত করেন এবং তাঁদের উদ্বেগ ও অভিযোগগুলি শোনেন এবং নথিভুক্ত করেন।

কুলপির গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেন বিধায়ক

শান্তি, সম্প্রীতি এবং ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে বিধায়ক গ্রামের একটি মন্দিরে প্রার্থনা করেন এবং অন্য একটি গ্রামের মসজিদ পরিদর্শন করেন।এরপর বিধায়ক সহ কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও যুব তৃণমূল কংগ্রেস সভাপতি এবং কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা স্থানীয় স্কুল, প্রশাসনিক দফতর পরিদর্শন করেন। সেইসঙ্গে রাস্তার ধারে সমাবেশ করে জনগণের সঙ্গে মত বিনিময় করেন।

কুলপির গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেন বিধায়ক

কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন।বিধায়ক যোগরঞ্জন হালদার কর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতিবিদকে নম্র হতে হবে এবং অত্যন্ত সততার সঙ্গে জনগণের সমস্যার সমাধান করতে হবে। গ্রামবাসীদের উদ্দেশে বলেন, দিদির দূতেরা যারা আপনাদের বাড়িতে এলে আপনারা নিজেদের প্রয়োজন এবং সমস্যাগুলি নির্দ্বিধায় জানাবেন।

কুলপির গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনলেন বিধায়ক

তারপরও কোনও অভিযোগ থাকলে পঞ্চায়েত অফিসে জানান। আমরা অবিলম্বে সেটা দেখব।দিনভর বিভিন্ন গ্রাম পরিদর্শনের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন বিধায়ক। তারপর কর্মীদের সঙ্গে নৈশভোজের পর রাত্রিযাপন করেন গ্রামে।

Most Popular