Friday, April 19, 2024
spot_img
Homeদেশঅমরনাথ যাত্রাকে সুগম করতে নতুন সড়কের সিদ্ধান্ত নিল কেন্দ্র

অমরনাথ যাত্রাকে সুগম করতে নতুন সড়কের সিদ্ধান্ত নিল কেন্দ্র

সংবাদ সংস্থা : অমরনাথ যাত্রাকে আরও নির্বিঘ্ন এবং নির্ঝঞ্ঝাট করে তুলতে ২২ কিলোমিটারের নতুন রাস্তা তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্র।সূত্রের খবর, ২২ কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত সড়কটি কাশ্মীরের চন্দনবাড়ি থেকে সঙ্গম পর্যন্ত যাবে। এই রাস্তার ১১ কিলোমিটার অংশ জুড়ে থাকবে একটি সুড়ঙ্গ, যেটি গণেশ টপ এলাকার নীচ দিয়ে যাবে।

অমরনাথ যাত্রাকে সুগম করতে নতুন সড়কের সিদ্ধান্ত নিল কেন্দ্র

এই সড়ক প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার অর্থ এবং অন্যান্য রসদ জোগালেও বিভিন্ন বেসরকারি সংস্থা প্রযুক্তিগত সহায়তা জোগাবে। সরকারি সূত্রের মতে, এই সড়ক তৈরি হয়ে গেলে লাদাখ এবং জম্মুর মধ্যে যান চলাচলের জন্য একটি বিকল্প রাস্তা তৈরি হয়ে যাবে।

অমরনাথ যাত্রাকে সুগম করতে নতুন সড়কের সিদ্ধান্ত নিল কেন্দ্র

সে ক্ষেত্রে শ্রীনগর শহরকে এড়িয়েই জম্মু থেকে সীমান্তবর্তী সেনাঘাঁটিগুলিতে দ্রুত রসদ পৌঁছে দেওয়া সম্ভব হবে। গোটা প্রকল্পটির কাজ শেষ হতে কমপক্ষে ৫ বছর সময় লাগতে পারে।

Most Popular