Thursday, April 25, 2024
spot_img
Homeদেশবারাণসী থেকে কলকাতা হয়ে ডিব্রুগড়, বিশ্বের বৃহত্তম প্রমোদতরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বারাণসী থেকে কলকাতা হয়ে ডিব্রুগড়, বিশ্বের বৃহত্তম প্রমোদতরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ সংস্থা : শুক্রবার বারাণসী থেকে গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্বের বৃহত্তম প্রমোদতরী এমভি গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “গঙ্গা বিলাস ক্রুজের সকল যাত্রীদের অভিনন্দন। আপনারা যা কল্পনা করেছেন এই দেশে তা সবই পাবেন। আবার এমন অনেক কিছুই পাবেন যা আপনাদের কল্পনাতীত।

বারাণসী থেকে কলকাতা হয়ে ডিব্রুগড়, বিশ্বের বৃহত্তম প্রমোদতরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতের পর্যটন নিয়ে এক কথায় কিছু বলা সম্ভব নয়। হৃদয় দিয়ে অনুভব করতে হবে ভারতকে। আমাদের দেশ সকলের জন্য মনের দরজা খুলে অপেক্ষায় রয়েছে।” প্রধানমন্ত্রী এই গঙ্গা বিলাস ক্রুজের উদ্বোধনকে এক ঐতিহাসিত মুহূর্ত বলেও উল্লেখ করেন। এটা দেশের পর্যটনে এক নয়া দিগন্ত উন্মোচন করল বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। মোট ৫১ দিনের যাত্রাপথে এই বিলাসবহুল ভাসমান পাঁচতারা হোটেলটি পাড়ি দেবে দেশের একাধিক ঐতিহ্যশালী জায়গা, জাতীয় উদ্যান সহ প্রায় ৫০টি পর্যটন কেন্দ্রে।

বারাণসী থেকে কলকাতা হয়ে ডিব্রুগড়, বিশ্বের বৃহত্তম প্রমোদতরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যাত্রীরা দেখতে পারবেন বিহারের পাটনা, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ, কলকাতা এবং ঢাকা সহ আর কিছু শহর। এই যাত্রাপথ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভারতের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলি ছুঁয়ে যেতে পারবেন পর্যটকরা। যাত্রাপথে পড়বে মাইয়ং, বিশ্বের সবচেয়ে বড় নদী বদ্বীপ মাজুলি, বিক্রমশীলা, সুন্দরবন, কাজিরাঙা জাতীয় উদ্যান। গঙ্গা বিলাস ক্রুজটি ৬২ মিটার লম্বা এবং ১২ মিটার চওড়া।

বারাণসী থেকে কলকাতা হয়ে ডিব্রুগড়, বিশ্বের বৃহত্তম প্রমোদতরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নদীতে ১.৪ মিটার জল থাকলে স্বচ্ছন্দে এই ভেসেল যেতে পারবে। তাতে রয়েছে ৩টি ডেক এবং ১৮টি স্যুইট।বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত এই বিলাসবহুল প্রমোদতরীর যাত্রার খরচ আকাশছোঁয়া। ৫১ দিনের এই ক্রুজ সফরে মাথা পিছু খরচ ১২ লাখ টাকা। রাত পিছু খরচ পড়বে প্রায় ২৫ হাজার টাকা।

Most Popular