Tuesday, April 16, 2024
spot_img
Homeকলকাতাপিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা

পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা

স্টাফ রিপোর্টার: স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৩ জানুয়ারি থেকে বিএ, বিএসসির পঞ্চম সেমেস্টারের অনার্স ও মেজর পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ ছাড়াও ওইদিন বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষাও রাখা হয়েছিল। কিন্তু মকর সংক্রান্তির কথা মাথায় রেখে সেই পরীক্ষাগুলি পিছিয়ে দেওয়া হয়েছে।

পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা

এ বার সেই পরীক্ষাগুলি হবে ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি। আর তার ঠিক একদিন আগে পরীক্ষার সূচি রাখলে অসুবিধায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। কারণ দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপে বসেছে গঙ্গাসাগর মেলার আসর। যেখানে পুণ্যস্নান করতে আসেন দেশ-বিদেশের লক্ষাধিক মানুষ।

পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা

সেই সময় সরকারি ও বেসরকারি পরিবহণ পুন্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ব্যবহার করে রাজ্য। তাই ১৩ জানুয়ারি পরীক্ষার দিন রাখলে পরিবহণ নিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন পরীক্ষার্থীরা। তাই সেই ভাবনা থেকেই পরীক্ষার দিন বদল করা হয়েছে।

Most Popular