Saturday, April 13, 2024
spot_img
Homeদেশচাকা পিছলে খাদে গাড়ি, নিহত ৩ জওয়ান

চাকা পিছলে খাদে গাড়ি, নিহত ৩ জওয়ান

সংবাদ সংস্থা: ফের গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হল তিন ভারতীয় সেনা জওয়ানের।দুর্ঘটনাটি ঘটেছে, কাশ্মীরের কুপওয়ারার মাচাল সেক্টরে।নিহতরা ডোগরা রেজিমেন্টের ১৪ নম্বর ব্যাটেলিয়নের সদস্য ছিলেন।মৃতদের মধ্যে একজন জুনিয়র কমিশন অফিসার।সেনার চিনার কর্পসের তরফে একটি টুইট বার্তায় বলা হয়েছে,

চাকা পিছলে খাদে গাড়ি, নিহত ৩ জওয়ান

তিন জনই একটি গাড়িতে করে ফিরছিলেন। অতিরিক্ত বরফপাতের জেরে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর জেরেই মৃত্যু হয় তিন জনের। গত মাসেই একই ধরনের ঘটনা ঘটে উত্তর সিকিমে। সেই ঘটনায় প্রাণ গিয়েছিল ১৬ জন জওয়ানের।

Most Popular