Wednesday, April 17, 2024
spot_img
Homeজেলানামখানার হরিপুরে একমাত্র টিউবওয়েল দীর্ঘদিন খারাপ, ভোট বয়কটের হুঁশিয়ারি

নামখানার হরিপুরে একমাত্র টিউবওয়েল দীর্ঘদিন খারাপ, ভোট বয়কটের হুঁশিয়ারি

অমিত মণ্ডল ও রবীন্দ্রনাথ মণ্ডল, নামখানা: দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে নামখানার হরিপুর গ্রামের ২১৩ নম্বর বুথে পানীয় জলের একটি মাত্র টিউবওয়েল খারাপ হয়ে পড়ে রয়েছে। ওই এলাকায় প্রায় দেড়শোটি পরিবারের বাস। অগত্যা পাশের গ্রামের টিউবওয়েলই ভরসা বাসিন্দাদের। সামনেই পঞ্চায়েত ভোট।

নামখানার হরিপুরে একমাত্র টিউবওয়েল দীর্ঘদিন খারাপ, ভোট বয়কটের হুঁশিয়ারি

তার আগে যদি অকেজো টিউবয়েলটি সারানো না হয়, তাহলে ভোট বয়কট করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। মঙ্গলবার টিউবয়েলের সামনে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা এবং নামখানা শ্রমজীবী মহিলা সমিতির সদস্যরা বিক্ষোভ দেখান। বাসিন্দা অরবিন্দ মিস্ত্রি, প্রতিমা দলপতিরা বলেন, বারবার ওই বুথ এলাকার সদস্যকে জানিয়েও কোনও লাভ হয়নি।

নামখানার হরিপুরে একমাত্র টিউবওয়েল দীর্ঘদিন খারাপ, ভোট বয়কটের হুঁশিয়ারি

পঞ্চায়েত অফিস ও নামখানার বিডিওর কাছে আবেদন জমা দেওয়া হয়েছে। তবুও মেলেনি সুরাহা। দ্রুত সমাধান না হলে আগামী পঞ্চায়েত ভোট বয়কটের হুমকি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হরিপুর গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক লক্ষ্মীকান্ত জানা স্বীকার করে নেন, ২১৩ নম্বর বুথের টিউবয়েল অকেজো থাকার ঘটনা স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতে জানিয়েছেন। তবে ওটা পাঁচ বছর ধরে নয়, এক থেকে দেড় বছর মতো খারাপ রয়েছে টিউবওয়েলটি।

নামখানার হরিপুরে একমাত্র টিউবওয়েল দীর্ঘদিন খারাপ, ভোট বয়কটের হুঁশিয়ারি

খুব শীঘ্রই পঞ্চায়েতের পক্ষ থেকে টিউবওয়েল সারিয়ে দেওয়া হবে।টিউবওয়েল খারাপ থাকার কারণে প্রায় দু’ কিলোমিটার দূরে গিয়ে পাশের পাড়া থেকে জল আনতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এখন দেখার বিষয় কতদিনে জলযন্ত্রণা থেকে মুক্তি পায় হরিপুর গ্রামের ২১৩ নম্বর বুথের বাসিন্দারা।

Most Popular