
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: রাস্তা খারাপের জন্য সাধারণ মানুষের যাতায়াতে খুবই অসুবিধা দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত ব সোলগোয়ালিয়া অঞ্চলে। মাদারাট আটঘরা অঞ্চলের রাস্তা দিয়ে কয়েকটি গ্রামে যাওয়া যায়। কিন্তু ইটের রাস্তাটির ভগ্নদশা। সাইকেল, সাইকেল ভ্যান, রিক্সা নিয়ে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে।
কোনও রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যায়। বিশেষ করে বর্ষাকালে খানাখন্দে জল জমায় স্কুলের ছোট ছোট বাচ্চারা পড়ে যায়। দুর্ঘটনা ঘটে। পঞ্চায়েত সদস্য বলেন, পুজোর পর এই রাস্তা ঠিক হবে। কিন্তু আজও সেই রাস্তা বেহাল অবস্থা পড়ে রয়েছে।