খবররাজ্য

‘যাঁদের মাথায় ছাদ নেই, তাঁরা বাড়ি পাচ্ছেন না, এটা ভুল’: দেব

স্টাফ রিপোর্টার: আবাস দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যু নিয়ে মুখ খুললেন তৃণমূলের তারকা সাংসদ দেব ওরফে দীপক অধিকারী। সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালের দাসপুরে বেশ কয়েক’টি কর্মসূচিতে যোগ দেন অভিনেতা-সাংসদ দেব। সেখানে আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে দেব বলেন, ‘‘যাঁদের পাকা বাড়ি আছে, তাঁরা অনেকে পেয়ে যাচ্ছে (সরকারি প্রকল্পের সুবিধা)।

অথচ, যাঁদের মাথায় ছাদ নেই, তাঁরা পাচ্ছেন না! এটা তো ভুল।’’ তাঁর সংযুক্তি, ‘‘আমার দলই হোক বা অন্য কোনও দল, যেটা ভুল সেটা ভুলই।’’অভিনেতা-রাজনীতিক মিঠুন চক্রবর্তীর সঙ্গে নিজের সম্পর্কের কথা উদাহরণ হিসেবে তুলে ধরেন দেব। বলেন, ‘‘আমি আর মিঠুনদা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি, তা হলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করছেন!’’

Related Articles

Back to top button
error: Content is protected !!