খবররাজ্য

‘পুলিশকে জুতো মারব’, আপত্তিকর মন্তব্য সৌমিত্রর, বেলাগাম সুকান্তও

স্টাফ রিপোর্টার: পুলিশ ও প্রশাসনিক আধিকারিক সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরের বিডিও অফিসে ডেপুটেশন দিতে যায় বিজেপি প্রতিনিধি দল। সেই দলে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।

তাঁর সামনে দাঁড়িয়েই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “পঞ্চায়েত সমিতি ও পুলিশকে বলছি, যদি কেউ এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বক্স পরিবর্তন করার চেষ্টা করে বা মনে করেন মানুষকে ভোট দিতে দেবেন না, তাহলে আমরা জুতো মারব।” পাশাপাশি এদিন বাঁকুড়া দু নম্বর ব্লকের একড়াবাদ গ্রামে আয়োজিত একটি কর্মী সম্মেলনে সুকান্ত মজুমদারকে পাশে বসিয়ে বক্তব্য রাখেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

তিনি বলেন, “আবাস যোজনায় বাড়ি পেতে চাইলে বিডিও, এসডিও-দের ঘরে চাবি দিয়ে রাখতে হবে। বিডিও, এসডিও-দের পায়খানা, প্রসাব বন্ধ করে দিতে হবে। এইভাবে অত্যাচার চালালে প্রকৃত প্রাপকরা বাড়ি পাবেন।”প্রশাসনিক আধিকারিক সম্পর্কে দলীয় বিধায়কের এহেন মন্তব্যের কোনও বিরোধিতা করেননি রাজ্য বিজেপি সভাপতি।

বরং আরও একধাপ এগিয়ে সরাসরি পুলিশকর্মীদের ‘হাওয়াই চটি’, ‘দালাল’ বলে কটাক্ষ করেন তিনি। এমনকি কোনও পুলিশকর্মী ভোটের সময় শাসকদলের হয়ে কাজ করলে তাঁর বিরুদ্ধে দলীয় কর্মীদের যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ারও বার্তা দেন রাজ্য বিজেপি সভাপতি।

Related Articles

Back to top button
error: Content is protected !!