Monday, December 4, 2023
Homeকলকাতাগুটখার প্যাকেটে লুকানো লক্ষ লক্ষ টাকা, ধৃত যাত্রী

গুটখার প্যাকেটে লুকানো লক্ষ লক্ষ টাকা, ধৃত যাত্রী

স্টাফ রিপোর্টার: গুটখার প্যাকেটে কয়েক লক্ষ টাকা। রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে এমন কীর্তিই ফাঁস করেছেন বিমানবন্দের কর্মীরা।এএনআই সূত্রে খবর, রবিবার রাতে ব্যাঙ্ককের উদ্দেশে রওনা দিচ্ছিলেন এক যাত্রী। তল্লাশির সময় তাঁর ট্রলি ব্যাগ খতিয়ে দেখেন কর্মীরা। সন্দেহ হওয়ায় ট্রলি ব্যাগ খোলা হয়। তার পরই উদ্ধার করা হয় অজস্র গুটখার প্যাকেট।

গুটখার প্যাকেটে লুকানো লক্ষ লক্ষ টাকা, ধৃত যাত্রী

সেই প্যাকেটের মধ্যেই লুকিয়ে রাখা ছিল বৈদেশিক মুদ্রা।শুল্ক দফতর জানিয়েছে, ওই যাত্রীর ট্রলি ব্যাগ থেকে গুটখার প্যাকেটে মোট ৪০ হাজার মার্কিন ডলার রাখা ছিল। ভারতীয় মুদ্রায় ৩২ লক্ষ টাকারও বেশি। গুটখার প্যাকেটের মধ্যে যে ভাবে টাকা লুকিয়ে রাখা ছিল, তা দেখে তাজ্জব বনে গিয়েছেন আধিকারিকরা। ওই যাত্রীকে আটক করা হয়েছে।

Most Popular