খবররাজ্য

মাধ্যমিক দিতে গিয়ে ভাঙচুর করলে তাঁদের ফলপ্রকাশ বন্ধ থাকবে: পর্ষদ

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক পরীক্ষার সময় কোনও কারণে পরীক্ষার্থীরা স্কুল বা পরীক্ষাকেন্দ্র ভাঙচুর করলে কড়া মনোভাব নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।সাধারণত পরীক্ষা শেষের দিন দেখা যায় বিভিন্ন স্কুলে ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। আর এবার তা নিয়েও কড়া মনোভাব নিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।যে স্কুলের ছাত্র-ছাত্রীরা এই ধরনের ভাঙচুর বা বিশৃঙ্খলার ঘটনা ঘটাবে, সেই স্কুলের মাধ্যমিকের রেজাল্ট বা ফল প্রকাশ করা হবে না।

এই মর্মে বিভিন্ন স্কুল ও পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা পাঠাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ।পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এ বিষয়ে বলেন “আমরা বলছি, যদি কোনও স্কুলে এই ধরনের ঘটনা ঘটে, জিও ট্যাগ করে ভিডিও সহ লিখিত আকারে অভিযোগ দিতে হবে আমাদের কাছে।আমরা সেই স্কুলের ফলাফল প্রকাশ করব না।”অংশগ্রহণকারী স্কুল যতক্ষণ না পর্যন্ত সেই পরীক্ষা কেন্দ্রকে ক্ষতিপূরণের টাকা না দেবে এবং দুঃখ প্রকাশ না করবে, ততক্ষণ সেই স্কুলের ফল প্রকাশ স্থগিত করে রাখা হবে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন।

তবে কতদিনের জন্য এই ফল প্রকাশ স্থগিত করে রাখা হবে সে বিষয়ে অবশ্য নির্দিষ্ট করে কোনও অবস্থান স্পষ্ট করেনি পর্ষদ।অন্যদিকে প্রাথমিকের টেটের পর এবার মাধ্যমিক নিয়েও কড়াকড়ি ব্যবস্থা নিতে চলেছে প্রশ্নপত্রের সুরক্ষায় মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসাতেই হবে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফেপক্ষ থেকে এই মর্মে নির্দেশিকা ইতিমধ্যেই দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রগুলিকে।পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, ‘প্রত্যেক স্কুলে অন্তত পক্ষে তিনটি করে সিসিটিভি বসানোর কথা আমরা বলেছি। যাতে কোনও ঘটনা ঘটলে আমাদের কাছে তার উপযুক্ত তথ্য প্রমাণ থাকে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

Related Articles

Back to top button
error: Content is protected !!