
বিশ্ব সমাচার, বারুইপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো অন্যান্য স্থানের ন্যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মদারহাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার সকালে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষার শিবির করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার উপপুরপ্রধান, বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রী ও কর্মীবৃন্দ।
বারুইপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংক এবং ডি পি পোদ্দার হাসপাতালের সহযোগিতায় এই রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। এখানে সাধারণ মানুষের ব্লাড প্রেসার, সুগার, ইসিজি সহ বিভিন্ন রোগের পরীক্ষা করা হয়। মোট ৮০ জন রক্তদান করেন।