খবরজেলারাজ্য

আলাদা নয়, এবার এক টিকিটেই লঞ্চ, বাস, ভেসেলে করে যাওয়া যাবে গঙ্গাসাগর

স্টাফ রিপোর্টার: দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগর মেলায় পুণ্যস্নান করতে আসা পুণ্যার্থীদের জন্য এবার বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারের।বার বার আলাদা করে লাইনে দাঁড়িয়ে লঞ্চ, বাস বা ভেসেলের টিকিট কাটতে হবে না। পুণ্যস্নান করতে একটি টিকিট কাটলেই এ বার কলকাতা থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে সাগরের মেলা প্রাঙ্গণে, আবার ফিরেও আসা যাবে।হাওড়া কিংবা বাবুঘাট থেকে পৌঁছে যাওয়া যাবে সাগরদ্বীপে কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে।

ওই টিকিটে চড়া যাবে বাসে, ফেরিতেও। কলকাতা থেকে যাত্রীদের যেতে হবে নামখানা বা হারউড পয়েন্টে। সেখান থেকে একই টিকিটেই ভেসেল করে যেতে হবে সাগরদ্বীপের কচুবেড়িয়ায়। সেখান থেকে আবার বাসে করে পৌঁছনো যাবে সাগর মেলা প্রাঙ্গণে। পরিবহণ দফতর সূত্রের খবর, হাওড়া কিংবা বাবুঘাট থেকে বাসে সড়কপথে নামখানা কিংবা কাকদ্বীপের হারউড পয়েন্ট পর্যন্ত যেতে হয় পুণ‌্যার্থীদের।

তার জন্য নেওয়া হচ্ছে মাথাপিছু ১২০ টাকা করে। এই ভাড়ায় আসা ও যাওয়ার খরচ ধরা থাকছে। সেই হিসাবে কলকাতা থেকে নামখানা বা কাকদ্বীপের ভাড়া পড়ছে মাথাপিছু ৬০ টাকা করে। আবার নামখানা বা কাকদ্বীপের হারউড পয়েন্ট থেকে লট ৮ বা কচুবেড়িয়া পর্যন্ত ফেরিতে যাতায়াতের জন্য নেওয়া হচ্ছে মাথাপিছু ৮০ টাকা করে। এক টিকিটেই আসা-যাওয়া দুটিই করা যাবে।

অর্থাৎ, বাসের জন্য ৬০ টাকা ও ফেরির জন্য ৪০ টাকা নেওয়া হচ্ছে পুণ্যার্থী, তীর্থযাত্রী, দর্শনার্থী ও পর্যটকদের কাছ থেকে। এই ১০০ টাকার এক টিকিটেই চলে যাওয়া যাবে কলকাতা থেকে গঙ্গাসাগর। আবার ২০০ টাকার টিকিটে আসা ও যাওয়া দুটিই করা যাবে। আগামী ১২ জানুয়ারি থেকে এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে রাজ্য পরিবহণ দফতরের তরফে। পরিষেবা পাওয়া যাবে ১৭ তারিখ পর্যন্ত।

Related Articles

Back to top button
error: Content is protected !!