
স্টাফ রিপোর্টার: ভরা পৌষে শীতে কাঁপছে গোটা দক্ষিণবঙ্গ। পশ্চিমি হাওয়ার দাপটে গোটা উত্তরভারতের সঙ্গে দক্ষিণবঙ্গেও রোজ লাফিয়ে নামছে পারদ।।শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। গত ৫ বছরে এতটা পারদ পতন দেখেনি শহর কলকাতা। তবে সব থেকে কঠিন অবস্থা পুরুলিয়ার।
শুক্রবার সকালে পুরুলিয়া শহর ছিল রাজ্যের সমতলে শীতলতম। সেখানে পারদ নেমেছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। দ্বিতীয় স্থানে ছিল বর্ধমান। সেখানে পারদ নামে ৭.৩ ডিগ্রি সেলসিয়াসে। তৃতীয় স্থানে বাঁকুড়া ও শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।আগামী কয়েকদিন আরও পারদ পতন হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
অধিকাংশ জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।এদিকে কনকনে ঠান্ডার মধ্যে কুয়াশার দাপটে জবুথবু উত্তর বঙ্গের মানুষ। তারমধ্যেই পর্যটকরা ভিড় করছেন পাহাড়ে, ডুয়ার্সের জঙ্গলে।