Sunday, April 14, 2024
spot_img
Homeজেলাপুত্রের জন্মদিনে অতিথিদের চারাগাছ বিতরণ হল সাগরে

পুত্রের জন্মদিনে অতিথিদের চারাগাছ বিতরণ হল সাগরে

বিশ্ব সমাচার, সাগর: অন্নপ্রাশনে বিতরণ করা হল চারাগাছ। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের গোবিন্দপুরের বাসিন্দা সুমন প্রামাণিকের পুত্র সাতভিকের অন্নপ্রাশনে বিতরণ করা হয় এই চারাগাছ। এদিন বাড়িতে আসা সমস্ত অতিথিদের বিতরণ করা হয় চারাগাছ দিয়ে।

পুত্রের জন্মদিনে অতিথিদের চারাগাছ বিতরণ হল সাগরে

এদিন প্রায় ২৫০টি চারাগাছ বিতরণ করা হয়।মুক্তধারা কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে সবুজ সংকল্প হালিশহরের সহযোগিতায় এই চারাগাছ বিতরণ করা হয়। সাতভিকের বাবা সুমনবাবু মুক্তধারা কেয়ার ফাউন্ডেশনের সহকারী সম্পাদক।

পুত্রের জন্মদিনে অতিথিদের চারাগাছ বিতরণ হল সাগরে

ফাউন্ডেশনের সম্পাদক দেবব্রত বেরা বলেন, আমরা চাই ভবিষ্যতে প্রত্যেকটি অন্নপ্রাশনে এভাবে কর্মসূচি নেওয়া হোক। তাহলে ভবিষ্যতে পৃথিবী সবুজে ভরে যাবে। অতিথি থেকে স্থানীয়রাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

Most Popular