
রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: শুক্রবার দিদির সুরক্ষা কবচের সূচনা করা হয় পাথর প্রতিমার রামগঙ্গার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। এর সূচনা করেন পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা। গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যা এবং তাদের অভিযোগের কথা শুনে আগামী দিনে যাতে তার সমাধান করা সম্ভব হয়, সেই নির্দেশ দেওয়া হয় দলীয় কর্মীদের।
বিধায়ক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, পাথরপ্রতিমা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি হিমাংশুশেখর রাউত, ব্লক সম্পাদক মহিউদ্দিন মোল্লা, জেলা পরিষদ সদস্য মনুশ্রী মণ্ডল, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রাজবাহাদুর সিং, তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি সুদীপ্ত মাইতি সহ অন্যান্য নেতৃত্ব।