
বিশ্ব সমাচার, কাকদ্বীপ, সাগর, নামখানা, পাথরপ্রতিমা : শুক্রবার দিদির সুরক্ষা কবচের সূচনা করা হয় দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, সাগর, নামখানা ও পাথরপ্রতিমায়।
কাকদ্বীপে সূচনা করেন, বিধায়ক মন্টুরাম পাখিরা, সাগরে সূচনা করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, নামখানায় সূচনা করেন জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত মালি, পাথরপ্রতিমায় সূচনা করেন বিধায়ক সমীরকুমার জানা।
গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যা এবং তাদের অভিযোগের কথা শুনে আগামী দিনে যাতে তার সমাধান করা সম্ভব হয়, এদিন সেই নির্দেশ দেওয়া হয় দলীয় কর্মীদের।
বিধায়ক ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকদ্বীপ, সাগর, নামখানা ও পাথরপ্রতিমার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ।