
স্টাফ রিপোর্টার: গরুপাচারকাণ্ডের তদন্তে সিউড়িতে সমবায় ব্যাঙ্কের শাখায় তল্লাশি চালাল সিবিআই।বৃহস্পতিবার দুপুরে আচমকাই ওই ব্যাঙ্কে পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, ওই ব্যাঙ্কে এমন অনেকগুলি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে, যা বেনামে খোলা হয়েছে। প্রায় ১৫০ টি অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ। প্রতিটি অ্যাকাউন্টে সই একজনেরই।
এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে জানতে পেরেছে সিবিআই। ওই সব অ্যাকাউন্টে প্রায় ১০ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে।সিবিআই সূত্রের খবর, এই ব্যাঙ্কের আর্থিক লেনদেনে খাদ্য দফতরের যোগসূত্র পাওয়া গিয়েছে। খাদ্য দফতরে যে চাল বিক্রি হয়েছিল অনুব্রতর মিল থেকে, সেই টাকা জমা পড়েছে এই অ্যাকাউন্টগুলিতে।
ইনভেস্টিগেটিং অফিসার সুশান্ত ভট্টাচার্য নিজে অ্যাকাউন্টগুলির নথি দেখছেন। এমনকি ওই ব্যাঙ্কের ম্যানেজারকে ম্যানেজারের কাছে জানতে চাওয়া হয়, ”কালো টাকা সাদা করতে এই ভাবে অ্যাকাউন্ট খোলা যায়? অ্যাকাউন্ট খুলতে কে এসেছিলেন? আপনি নাম বলুন। সহযোগিতা না করলে গ্রেফতার করতে হবে।” পাশাপাশি, ব্যাঙ্কের সব লেনদেনও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাঁরা ৫০টি বেনামি অ্যাকাউন্টের তথ্য পেয়ে হানা দিয়েছিলেন ওই সমবায় ব্যাঙ্কে। ইতিমধ্যেই ৫৪টি অ্যাকাউন্টে আর্থিক লেনদেন বন্ধ করা হয়েছে। পাশাপাশি, সবমিলিয়ে ৪ কোটি টাকা ওই সব অ্যাকাউন্টে রয়েছে বলে নথি মিলেছে বলেও সিবিআই সূত্রে জানা গিয়েছে।