খবরদেশ

লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দিরের উদ্বোধন : অমিত শাহ

সংবাদ সংস্থা : বৃহস্পতিবার ত্রিপুরায় জনসভা থেকেই রাম মন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনের আগেই খুলে যাচ্ছে রাম মন্দিরের দ্বার। এদিন অমিত শাহ জানিয়েছেন, ২০২৪ সালের ১ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে।বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’র উদ্বোধন করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সেখানেই রাম মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার দিনক্ষণ ঘোষণা করেছেন শাহ। প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসের শুরুতেই জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়ে দিয়েছিল, অযোধ্যায় রামমন্দিরের নির্মাণ কাজ অর্ধেকের বেশি এগিয়ে গিয়েছে। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে তা পর্যটকদের জন্য খুলে যাবে বলেও জানানো হয় ওই ট্রাস্টের তরফে।

ওই সময়ের মধ্যে মন্দিরে মূর্তি বসানোর কাজও শেষ হয়ে যাবে বলে ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে।ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, ২.৭৭ একর জমির উপর মূলত গ্রানাইট পাথর দিয়ে তৈরি হচ্ছে রামমন্দির। তাতে রয়েছে ৩৯২টি স্তম্ভ। এ ছাড়াও থাকবে ১২টি দরজা। থাকবে সিংহ দরজাও। ট্রাস্ট সূত্রে আরও বলা হয়েছে, ওই মন্দিরে ভূমিকম্পের কোনও প্রভাব পড়বে না।

Related Articles

Back to top button
error: Content is protected !!