
স্টাফ রিপোর্টার: মিড ডে মিল প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ধর্মেন্দ্র প্রধানকে পাঠানো ওই চিঠিতে বিজেপি নেতা দাবি করেছেন, অনৈতিক ভাবে ফান্ড ডাইভারশন, মিড ডে মিলের ভুয়ো বিল তৈরি করা সহ একাধিক পথে মিড ডে মিল বা প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের টাকা নয়ছয় করছে রাজ্য সরকার।
এমনকি, শাসকদল তাদের ব্যক্তিগত স্বার্থেও এই প্রকল্পের টাকা ব্যবহার করছে বলে অভিযোগ বিজেপি নেতার।চিঠিতে শুভেন্দুর দাবি, মিড ডে মিল প্রকল্পের খরচ না হওয়া টাকার সুদ অনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে রাজ্যের তরফে। তাঁর অভিযোগ, দুয়ারে সরকার, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তার মুদ্রণ এবং বিতরণ, ফ্লেক্স তৈরির মতো বিষয়ে ব্যবহার করা হচ্ছে এই অর্থ।
এমনকি, তৃণমূলের নেতামন্ত্রীদের যাতায়াতের খরচ হিসাবেও এই প্রকল্পের টাকা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু।চিঠিতে মিড ডে মিলের জন্য পাঠানো কেন্দ্রীয় বরাদ্দের টাকা অন্য খাতে খরচ করার গুরুতর অভিযোগের পাশাপাশি বরাদ্দ ব্যবহারের গাইডলাইনও অমান্য করার অভিযোগ তোলা হয়েছে রাজ্যের বিরুদ্ধে। বিজেপি নেতা জানিয়েছেন, কেন্দ্রের নিয়মমতো প্রতিদিন একটি করে ডিম দেওয়ার কথা রাজ্য সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের। অথচ, অনেকক্ষেত্রেই তা দেওয়া হয় না।
তবে নিয়ম করে সেই ডিমের বিল তৈরি হয়ে যায় নিয়মিত।শুভেন্দুর দাবি, এই ধরনের অনিয়ম রুখতে কেন্দ্রের নিয়ম অনুযায়ী প্রতিদিনের মেনু, কেন্দ্রের গাইডলাইন স্কুলের একটি বিশেষ জায়গায় টাঙিয়ে দেওয়ার কথা টিচার ইনচার্জ বা নোডাল টিচারের। অথচ, রাজ্যের বেশিরভাগ স্কুলেই সেই নির্দেশ মেনে চলা হয় না।চিঠিতে শুভেন্দু অধিকারীর দাবি, এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে রাজ্যে অডিট টিম পাঠাক কেন্দ্রীয় সরকার। সেই দল সমস্ত স্তরে মিড ডে মিলের অর্থ বরাদ্দের খরচ খতিয়ে দেখুক।