
স্টাফ রিপোর্টার: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হামলাকারীদের চিহ্নিত করে ফেলল রেল পুলিশ।জানা গিয়েছে, বিহার থেকে পাথর ছুঁড়েছিল ৪ নাবালক। বিহার পুলিশ ও আরপিএফ যৌথ অভিযান চালিয়ে ৪ হামলাকারীকে চিহ্নিত করেছে।
তাঁরা বিহারের মঙ্গুরগঞ্জের বাসিন্দা। কাটিহার ডিভিশনের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ভালভাবে খতিয়ে দেখে তাদের সন্ধান মিলেছে। জানা গিয়েছে, রেল পুলিশ ও বিহার পুলিশকে সঙ্গে নিয়ে রেলের উচ্চপদস্থ এক আধিকারিক নিজে ঘটনাস্থলে যান।
ওইদিন যারা বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুঁড়েছিল, সেই চারজনেরই বয়স ১৫ বছরের নিচে। তাদের চিহ্নিত করে অভিভাববকদের ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। জানা গিয়েছে, এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।