
স্টাফ রিপোর্টার: আবাস যোজনা প্রকল্পের কাজকর্ম দেখতে রাজ্যে এলেন কেন্দ্রীয় প্রতিনিধিদল।তাঁরা মালদা ও পূর্ব মেদিনীপুর গিয়ে সরেজমিনে খতিয়ে দেখবেন। নবান্ন সূত্রে খবর, মোট ৬জন থাকছেন প্রতিনিধিদলে। তিনজন করে দু’টি টিমে ভাগ হয়ে তাঁরা যাবেন দুই জেলায়।বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের ৩ জন। তাঁদের উপর আবাস প্লাস যোজনার কাজ কেমন চলছে, সেই দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিন তাঁরা রাজ্যে এসে প্রথমে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন।পরে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ ব্লকে পরিদর্শনে গেলে তাঁদের ঘিরে ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। প্রতিনিধিদের গাড়ি ঘিরে ধরা হয়। পোস্টার হাতে মহিলারা বিক্ষোভ দেখান। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ গিয়ে তাঁদের সামলান। গাড়ি ঘেরাওমুক্ত হওয়ার পর তাঁরা নিজেদের কাজ শুরু করেন।
এদিকে, তৃণমূলের তরফে সাংবাদিক সম্মেলন করে প্রতিনিধিদের সফরকে কটাক্ষ করা হয়েছে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, ”শুধু পূর্ব মেদিনীপুর কেন গিয়েছে কেন্দ্রীয় দল? তার মানে নিশ্চয়ই কোনও ব্যাপার আছে। হল্লা-গুল্লা করাই কাজ।” এই বিষয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সরাসরি কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘পলিটিক্যাল কারণে মাঝেমাঝেই এ–টিম, বি–টিম, সি–টিম, এ–টু জেড টিম পাঠাচ্ছে। আর কত টিম পাঠাবেন? একটা পটকা ফাটলে চলে আসছে এ–টিম। কারও ঘরে নিজস্ব ব্যবসার টাকা থাকলেও চলে আসছে বি–টিম।’