খেলা

আবারও এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান

সংবাদ সংস্থা : ভারত-পাকিস্তানকে আবারও এশিয়া কাপের একই গ্রুপে দেখা যাবে।এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ এক টুইটে এই খবর দিয়েছেন। টুইটারে জয়ের প্রকাশ করা ক্যালেন্ডারে দেখা গিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরে হতে চলেছে এশিয়া কাপ। সেখানে ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে।

তৃতীয় দল হিসেবে কোনও দেশকে যোগ্যতা অর্জন করে আসতে হবে। অন্য গ্রুপের তিন দল শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। ২০২২ সালেও এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপ মিলিয়ে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। গত বছর এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

তবে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় রোহিত শর্মার দল। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। জয় দিয়ে শুরু করেছিল টিম ইন্ডিয়া। নিজেদের ঘরের মাঠে সাক্ষাৎ না হলেও, গত দুই বছরে নিরপেক্ষ ভেন্যুতে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।

Related Articles

Back to top button
error: Content is protected !!