খবরদেশ

বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের সূচনা করতে চলেছে ভারত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ সংস্থা : বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ-এর সূচনা করতে চলেছে ভারত। আগামী ১৩ জানুয়ারি তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসী থেকে এই ‘রিভার ক্রুজ’ যাত্রা শুরু করবে। তারপর বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় পর্যন্ত যাবে।সূত্রের খবর, এই ক্রুজের মাধ্যমে পর্যটকরা প্রায় ৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন। ২৭টি নদী অববাহিকার মধ্যে দিয়ে যাবেন।

এর মধ্যে যেমন গঙ্গা-ভাগিরথী-হুগলি রয়েছে, তেমনই ব্রহ্মপুত্রও রয়েছে। একবার সম্পূর্ণ যাত্রা সম্পন্ন করতে প্রায় ৫০ দিন সময় লাগবে বলে জানা গিয়েছে। তবে এমনটা নয় যে একবার উঠে টানা ৫০ দিন যাত্রা করতে হবে। নির্দিষ্ট কিছু স্থানের মধ্যেই যেতে পারেন পর্যটকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি বিশ্বের অন্যতম আলোচিত নদী-ক্রুজ প্রকল্প হতে চলেছে। ভারতে ক্রুজ পর্যটনের উন্নতির স্পষ্ট নিদর্শক এটি।

Related Articles

Back to top button
error: Content is protected !!