খেলা

প্যারিসে ফিরে গার্ড অফ অনার পেলেন মেসি

সংবাদ সংস্থা : গত ১৮ ডিসেম্বর কাতারের লুসেল স্টেডিয়ামে স্বপ্নভঙ্গ হয়েছে ফ্রান্সের। ফরাসিদের হারিয়ে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপ গিয়েছে আর্জেন্টিনায়। ফরাসিদের স্বপ্নভঙ্গ হলেও প্যারিসে ‘বিশ্বকাপের নায়ক’ লিওনেল মেসির অভ্যর্থনার অভাব হল না।বরং আতসবাজি ফাটিয়ে, ‘গার্ড অব অনার’ দিয়ে মেসির ফেরাটা স্মরণীয় করে রাখল প্যারিস।

প্যারিসবাসী ও পিএসজির থেকে দারুণ অভ্যর্থনা পেলেন আর্জেন্টাইন মহাতারকা।মেসি ফিরছেন, সেখবর আগে থেকেই ছিল অনুরাগীদের কাছে। বিমানবন্দরের বাইরে দেখা যায় থিকথিকে ভিড়। ক্রমাগত আতসবাজি ফাটতে দেখা যায়।প্যারিসে ফিরেই ‘পার্ক দে প্রিন্সেস’-এ পৌঁছে যান মেসি।

সতীর্থদের সঙ্গে হাত মেলানো, শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।সতীর্থরা দু পাশে দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দিলেন মেসিকে। হাততালি ও উষ্ণ অভ্যর্থনায় মাঠে ঢোকেন আর্জেন্টাইন তারকা। পিএসজিরর তরফে তাঁর হাতে একটি মেমেন্টো তুলে দেওয়া হয়।

Related Articles

Back to top button
error: Content is protected !!