খবররাজ্য

জেলেই থাকতে হবে অনুব্রতকে, খারিজ জামিনের আবেদন

স্টাফ রিপোর্টার: অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।সিবিআই-এর দায়ের করা গরু পাচার মামলাতেই জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। এদিন অনুব্রতের আইনজীবী তাঁর জামিন চেয়ে আদালতে যুক্তি দেন, একই মামলায় সতীশ কুমার-সহ অন্য অভিযুক্তরা জামিন পেয়েছেন।

তা হলে কোন যুক্তিতে তাঁর মক্কেলকে ১৪৫ দিনের বেশি জেলে বন্দি থাকতে হয়? যদিও সিবিআই অনুব্রতের জামিনের বিরোধিতা করে আবার টেনে আনে প্রভাবশালী তত্ত্ব। জামিনের বিরোধিতা করে সিবিআই এ-ও জানায়, বগটুই কাণ্ডে অনুব্রতের জড়িত থাকার প্রমাণ মিলেছে।মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে অনুব্রতকে ‘রাজনৈতিক দৈত্য’ (পলিটিক্যাল জায়ান্ট) বলে মন্তব্য করে।

তাদের দাবি, জামিন পেলে সংশ্লিষ্ট মামলার তদন্ত প্রভাবিত করতে পারেন এই নেতা। এর পর মঙ্গলবার রায়দান স্থগিত রাখে উচ্চ আদালত। অবশেষে দীর্ঘ সওয়াল-জবাবের পর বুধবার গরু পাচার মামলায় গ্রেফতার কেষ্টর জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট।

Related Articles

Back to top button
error: Content is protected !!