
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের পূণ্যভূমিতে উপস্থিত হয়ে দূর নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে বুধবার কুরুলিয়া খালের উপর নির্মিত কামারহাট সেতুর শুভ উদ্বোধন করেন। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা কাকদ্বীপ বিধানসভার বিধায়ক মন্টুরাম পাখিরা,
কুলপি বিধানসভার বিধায়ক যোগরঞ্জন হালদার, সুন্দরবন দপ্তরের অ্যাডিশনাল চিপ সেক্রেটারি অত্রি ভট্টাচার্য সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সুন্দরবন মন্ত্রী থাকাকালীন মন্টুরাম পাখিরা ২০১৮ সালে ১ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয় এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ছবি – বিশ্ব সমাচার।