এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বই আসছেন ঋষভ পন্থ : বিসিসিআই

সংবাদ সংস্থা : ঋষভ পন্থের চিকিৎসার জন্য মুম্বইকে বেছে নিল বিসিসিআই। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্স করে মুম্বই নিয়ে আসা হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, দরকার হলে টিম ইন্ডিয়ার তারকা উইকেটকিপারের অস্ত্রোপচারের জন্য তাঁকে বিদেশেও নিয়ে যাওয়া হতে পারে। বুধবার দুপুরের দিকে একটি প্রেস বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছে বিসিসিআই।
বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘পন্থের আরও ভালো চিকিৎসার জন্য তাঁকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল অ্যান্ড মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকবেন ডক্টর দানিশ পাড়িওয়ালা। তাঁকে এয়ার অ্যাম্বুলেন্স করে মুম্বই নিয়ে হয়েছে। চিকিৎসায় সাড়াও দিলেও, শরীরের বিভিন্ন অংশে অসহ্য যন্ত্রণা তাঁর।
বেড রেস্টেই থাকতে হচ্ছে তাঁকে। হাঁটার মতো পরিস্থিতি নেই। এমন অবস্থায় তাঁর গোড়ালি ও হাঁটুর এমআরআই করাও সম্ভব হয়নি। তাই এই দুই স্থানের অস্ত্রোপচার নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তও নিতে পারছিলেন না চিকিৎসকরা। ফলে এবার পন্থের পুরো চিকিৎসার দায়িত্ব নেওয়া হল। সেখানেই তাঁর অস্ত্রোপচার করা হবে।’