
বিশ্ব সমাচার, বারুইপুর: আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের সামনে রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, যাঁদের ঘরের অবস্থা একদম খারাপ, তাঁদের নাম লিস্টে ওঠেনি।
যাঁদের দোতলা পাকাবাড়ি, তাঁদের নাম উঠেছে। একই পরিবারের অনেকের নাম নথিভুক্ত আছে। প্রায় এক ঘণ্টার ওপর গ্রামবাসীরা পঞ্চায়েতের অফিসের সামনে বিক্ষোভ দেখান।