
স্টাফ রিপোর্টার: আবাস যোজনার দুর্নীতি সরেজমিনে দেখতে প্রতিনিধিদল পাঠাচ্ছে কেন্দ্র।ইতিমধ্যেই সেই চিঠি পৌঁছেছে নবান্নে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিবকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। সেখানে জানানো হয়েছে, মন্ত্রকের তরফে দু’টি বিভাগীয় প্রতিনিধি দল পূর্ব মেদিনীপুর এবং মালদহ জেলায় আবাস যোজনার কাজ খতিয়ে দেখতে যাবে।
দু’টি দলেই তিন জন করে সদস্য থাকবেন। মনে করা হচ্ছে আগামী এক-দু’দিনের মধ্যেই ওই দু’টি দল রাজ্যে এসে যাবে।কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ওই দুই প্রতিনিধি দল জেলার বিভিন্ন গ্রামে গিয়ে ঘুরবে। দেখবে প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর কাজ কতটা হয়েছে এবং কী ভাবে হয়েছে। যাঁরা ওই যোজনার সুবিধা পেয়েছেন, তাঁদের ‘যোগ্যতাও’ খতিয়ে দেখতে পারেন ওই কেন্দ্রীয় কর্তারা।
কোথাও কোনও ‘রাজনৈতিক প্রভাব’ কাজ করেছে কি না, সেটা দেখার পাশাপাশি নিয়ম মেনে বাড়ি তৈরি হয়েছে কি না এবং কী ধরনের ইমারতি দ্রব্য ব্যবহার করা হয়েছে, তা-ও খতিয়ে দেখা হতে পারে।