Saturday, April 20, 2024
spot_img
Homeদেশদেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন চলবে ভারতে

দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন চলবে ভারতে

সংবাদ সংস্থা : সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন চলবে ভারতে।চলতি বছরে হরিয়ানার শোনপত থেকে জিন্দ ৮৯ কিলোমিটারের রুটে প্রথম এই ট্রেন চলবে। হাইড্রোজেন ট্রেন অন্যান্য ট্রেনের মতো বড় হবে না। বগির সংখ্যা হবে বড় জোর ছয় থেকে আটটি। ঘণ্টায় এই ট্রেন দৌড়বে সর্বাধিক ১৪০ কিলোমিটার বেগে।এক্ষেত্রে খরচ বাঁচবে আবার পরিবেশ দূষণ রোধ হবে।

দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন চলবে ভারতে

সমুদ্রের জল থেকে সহজেই তৈরি করা যাবে হাইড্রোজেন, যার যোগান অফুরন্ত।এখন শুধুমাত্র জার্মানিতেই হাইড্রোজেন চালিত ট্রেন দেখা গিয়েছে। এবার সেই ট্রেন দেখা যাবে ভারতের মাটিতে। শুধুমাত্র ট্রেন তৈরি নয়, ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও ভারত কাজ করছে। যাতে সেমি হাইস্পিড ট্রেনগুলি সহজেই চলতে পারে।

Most Popular