খেলা

স্বপ্নের ছন্দে অভিমন্যু, নিজের মাঠেই শতরান

সংবাদ সংস্থা : উত্তরাখণ্ডের বিরুদ্ধে শতরান করলেন বাংলার অধিনায়ক। টানা পাঁচ সেঞ্চুরি। তাও আবার পঞ্চম শতরান এল নিজের মাঠে। নিজের নামের মাঠেই নজির গড়লেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা বিরল। রঞ্জিতে আরও একটি শতরান এল তাঁর ব্যাট থেকে। দেহরাদুনের মাঠ তাঁর নামেই। সেই অভিমন্যু ক্রিকেট অ্যাকাডেমিতে আরও একটি শতরান করে ফেললেন।

প্রথম শ্রেণীর ক্রিকেটে চার নম্বর, লিস্ট এ ধরলে পাঁচ। বিজয় হাজারে ট্রফির শেষ ম্যাচে সেঞ্চুরি করেছিলেন। রাঁচিতে সার্ভিসেসের বিরুদ্ধেও শতরান পান। ধারাবাহিকতা অব্যাহত ছিল বাংলাদেশেও। ভারতীয় এ দলের বিরুদ্ধেও জোড়া শতরান করেন। এরপর রঞ্জিতে নাগাল্যান্ডের বিরুদ্ধে ১৭০ রান করেন। এবার বাংলার হয়ে আরও একটি একশো করলেন উত্তরাখণ্ডের ছেলে। ঘরের মাঠে নামার আগে উত্তেজিত ছিলেন অভিমন্যু।

মঙ্গলবার শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেন। তাঁর সঙ্গে ওপেন করেন সায়ন শেখর মণ্ডল। কিন্তু মাত্র ১৮ রানে ফেরেন বাংলার ওপেনার। তারপর সুদীপের সঙ্গে মিলে বাংলাকে এগিয়ে নিয়ে যান অভিমন্যু। ১১০ রানে অপরাজিত অধিনায়ক। ৬০ রানে নট আউট সুদীপ ঘরামি। দিনের শেষে ১ উইকেট হারিয়ে বাংলার রান ২০৪।

Related Articles

Back to top button
error: Content is protected !!