রোহিত বা বিরাটের উপর নির্ভর করে বিশ্বকাপ জেতা যাবে না : কপিল

সংবাদ সংস্থা : চলতি বছরের অক্টোবর–নভেম্বরে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ।টিম ইন্ডিয়ার জেতার সম্ভাবনা কতটা? ১৯৮৩–র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেই দিলেন, শুধু রোহিত কিংবা বিরাটের উপর ভরসা করে কিন্তু কাপ জেতা যাবে না। অন্তত ৫ থেকে ৬ জন ম্যাচ উইনার থাকলে তবেই কাপ জেতা সম্ভব বলে মনে করছেন কপিল।
এক শোয়ে কপিল দেব বলেন ‘বিশ্বকাপ জিততে হলে কোচ, নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ব্যক্তিগত ইচ্ছা–অনিচ্ছার কথা সরিয়ে রেখে দলের কথা ভাবতে হবে।’ এরপরই কপিল বলেন , ‘রোহিত, বিরাট বা দু’তিনজনের ওপর ভরসা করে বিশ্বকাপ জেতা যাবে না। আমাদের কিন্তু সেরকম দল আছে। ক্রিকেটারদের উপর বিশ্বাস রাখতে হবে।
ম্যাচ উইনার রয়েছে। সবচেয়ে বড় কথা তরুণদের দায়িত্ব নিতে হবে।’ কপিল আরও বলেন, ‘অন্তত ৫ থেকে ৬ জন এমন ক্রিকেটারকে তৈরি রাখতে হবে, যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে। আর তাই শুধু বিরাট বা রোহিতকে দিয়ে হবে না। এমন কিছু ক্রিকেটার লাগবে, যারা নিজেদের দায়িত্বটা যথাযথভাবে পালন করবে।’