
স্টাফ রিপোর্টার: মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ গঙ্গাসাগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নবান্ন সূত্রে খবর, এদিন গঙ্গাসাগরে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে মেলার যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবেন। তারপর কপিলমুনি মন্দিরে পুজো দেবেন। এছাড়াও গঙ্গাসাগরে ডুমুরজলা স্টেডিয়ামের আদলে তৈরি নতুন হেলিপ্যাড ময়দানের উদ্বোধন করবেন। এদিন সন্ধ্যায় জেলা প্রশাসনের আধিকারিক ও বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের নিয়ে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
এদিকে নতুন বছরের মুখ্যমন্ত্রী শহরের আগে সেজে উঠেছে গঙ্গাসাগর। মন্দিরে নতুন রঙের পলেপ পড়েছে। কচুবেড়িয়া বাস স্ট্যান্ড ও গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে মেলা প্রাঙ্গণ চত্বর রাস্তা পর্যন্ত আলোক সজ্জায় সেজে উঠেছে। গত কয়েক মাসে একের পর এক প্রাকৃতিক বিপর্যযয়ে সমুদ্রতটে ধ্বস নেমেছিল। আর তাই নতুন করে সমুদ্রতট বানানো হয়েছে। জোর কদমে চলছে মেলার প্রস্তুতি।
এদিকে মুখ্যমন্ত্রী আসার আগে একাধিক মন্ত্রী মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেছেন। মেলার কাজে যুক্ত সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠকও হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী আসার আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে হেলিকপ্টার ট্রায়ালও হয়েছে।