খবররাজ্য

বাংলায় বন্দে ভারতকে লক্ষ্য করে ইট বৃষ্টি, এনআইএ চাইলেন বিজেপি

স্টাফ রিপোর্টার: বঙ্গে দ্বিতীয় দিনের সফরেই বিপত্তির মুখে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস।মালদহে বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। অভিযোগ, নিউ জলপাইগুড়ি থেকে সোমবার হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে।পাথরের আঘাতে ট্রেনের একটি কামরার দরজার কাঁচের একাংশ ভেঙে যায়।ঘটনায় উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।বিষয়টি খতিয়ে দেখছে আরপিএফও। চালুর দুই দিনের মধ্যে এভাবে অত্যাধুনিক ও দ্রুতগতির ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় এনআইএ তদন্তের দাবি তুলছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। টুইটারে শুভেন্দু লেখেন, ‘আমি পিএমও ইন্ডিয়া ও রেলমন্ত্রকের কাছে আবেদন জানাব এই ঘটনার তদন্তভার এনআইএকে দিয়ে করানো হোক। দোষীদের শাস্তি দেওয়া হোক।’

টুইটারে সরব হন সুকান্ত মজুমদারও।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে জয় শ্রী রাম বলার পাল্টা হিসেবেই কী বন্দে ভারতএক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছে, টুইটে এই প্রশ্ন তুলেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দাবি, ”যারা হামলা চালিয়েছে, তারা কারা? আগেই বলেছি, বাংলা কাশ্মীর হয়ে গিয়েছে। এখন কাশ্মীর শুধরে গিয়েছে।

দেশের সম্পত্তিকে একাংশ শত্রুর সম্পত্তি বলে মনে করছে।”অন্যদিকে এই ঘটনায় টুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও। কুণাল লেখেন, ‘কারা বন্দে ভারতের ক্ষতি করল, তার যথাযথ তদন্ত হওয়া দরকার। পাথর ছোড়ার তীব্র নিন্দা করছে তৃণমূল। বাংলার বিরুদ্ধে নেতিবাচক প্রচারের জন্য ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে। প্রথমে পাথর ছোড়া হল, এরপর বিবৃতি দেওয়া হল।

তারপর শুরু হল নোংরা রাজনীতি।’কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমও ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘বন্দে ভারত ট্রেনের উপর যা হয়েছে তা অত্যন্ত অন্যায়। জাতীয় সম্পত্তি নষ্ট করা, ইট মারা আমরা সমর্থন করি না। যারা করেছে, তাঁদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।’

Related Articles

Back to top button
error: Content is protected !!