
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার: মঙ্গলবার প্রদীপ জ্বালিয়ে শুরু হল রামনগর থানার অন্তর্গত সাধুর হাট এলাকার চাঁদা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী বর্ষ। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বর্তমান ছাত্র-ছাত্রী এবং বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই প্লাটিনাম জয়ন্তী উৎসব পালিত হল।
এই অনুষ্ঠানে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে নাচ, গান ,আবৃত্তি ও নাটক অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন সরিষা রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দিরের সহকারী প্রধান শিক্ষক স্বামী শ্যামসুন্দরানন্দজি মহারাজ। উপস্থিত ছিলেন এটিআই নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটেড ইনস্টিটিউটের প্রাক্তন মুখ্য কার্যালয় আধিকারিক গৌরহরি খাড়া,
ডায়মন্ড হারবারের এসডিপিও মিঠুনকুমার দে, ডায়মন্ড হারবারের এডিআই ব্রজেন্দ্রনাথ মণ্ডল এবং রামনগর থানার আইসি তুষারকান্তি সরদার, চাঁদা হাই স্কুলের প্রধান শিক্ষিকা অনামিকা দাশগুপ্ত প্রমুখ।