খবররাজনীতিরাজ্য

‘পঞ্চায়েত চোরের আখড়া, বিডিওগুলো বড় ডাকাত’: দিলীপ ঘোষ

স্টাফ রিপোর্টার: এবার রাজ্যের সমস্ত বিডিও অফিস ঘেরাও করার ডাক দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক দলীয় সভা থেকে দিলীপ ঘোষ বলেন, ‘কেন্দ্রের টাকা পঞ্চায়েতে আসবে আর সেখান থেকে খরচ হবে। কারণ মাঝ পথে টাকা চুরি হয়ে যায়।

কিন্তু এই পঞ্চায়েত এখন চোরের আখড়া হয়েছে। আর যার মাধ্যমে টাকা আসে। সেই বিডিও সব থেকে বড় ডাকাত। সন্ধ্যা হলে ডাকাতদের সঙ্গে ফিস্ট করে। সারা বাংলায় প্রায় ৪০০টা বিডিও অফিস আমরা ঘেরাও শুরু করেছি। এই জেলাতেও করতে হবে।

সব বিডিও অফিস ঘেরাও করতে হবে। ওইটা হচ্ছে ঘুঘুর বাসা’।তিনি জানান, ‘যেই আমরা বিডিও অফিস ঘেরাও করতে শুরু করেছি, বিডিও বলছেন, যা করার করুন, আমার কিছু করার নেই। আমাকে যা বলছে আমি তাই করছি।’

Related Articles

Back to top button
error: Content is protected !!