
স্টাফ রিপোর্টার: এবার তৃণমূল নেতাদের উত্তম-মধ্যম দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করার নিদান দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।একটি অনুষ্ঠান থেকে আবাস দুর্নীতি নিয়ে তিনি বলেন, “তৃণমূলকে পর্যুদস্ত করতে হবে। ওরা এখন বিভিন্ন রকম মিথ্যে কথা বলবে। কিন্তু ওদের কথা শুনবেন না। মিথ্যে কথা বললেই উত্তম মধ্যম দিয়ে ওদের গ্রামছাড়া করুন।”
সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন সুভাষ সরকার। বলেন, “প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে রেশনের চাল দিচ্ছে। আর মুখ্যমন্ত্রী দাবি করছেন তিনি চাল দিচ্ছেন।” মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন বলেও দাবি করেন তিনি। সুভাষ সরকারের কথায়, “আবাস দুর্নীতি শিক্ষা দুর্নীতি থেকে কিছু কম নয়। তাই সিবিআই তদন্ত প্রয়োজন।”