
বিশ্ব সমাচার, সাগর: বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখার জন্য গঙ্গাসাগর আসবেন। মুখ্যমন্ত্রী মেলা প্রাঙ্গণ পরিদর্শনের আগে মঙ্গলবার দমকলমন্ত্রী সুজিত বসু সাগরের কচুবেড়িয়া, বেণুবন, চেমাগুড়ি ও গঙ্গাসাগর মেলার দমকলের সবরকম ব্যবস্থা খতিয়ে দেখলেন।
পরে গঙ্গাসাগর মেলা অফিসে একটি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা, সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল, কাকদ্বীপের এসডিও অরণ্য ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকরা।