
বিশ্ব সমাচার, ক্যানিং: মঙ্গলবার সকালে ক্যানিং থানার অন্তর্গত দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের শ্মশানঘাট এলাকার পূর্বপাড়ায় এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম বিশ্বনাথ মজুমদার(৩৩)। এ বিষয়ে মৃতের দাদা ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বনাথ মজুমদার ক্যানিং বাজারে একটি হোটেলে রাধুঁনির কাজ করতেন। বছর বারো আগে প্রতিবেশী মহিলা অষ্টমীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়েও হয়। দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে অষ্টমী। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়।অন্যান্য দিনের মতো সোমবার রাতেও দু’জনের মধ্যে বচসা হয় বলে অভিযোগ।
এরপর রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়ে।রাতে সকলের অলক্ষ্যে গলায় দড়ি দেন ওই যুবক। সকাল হতেই পরিবারের লোকজন ডাকাডাকি করতে গেলে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁকে। ক্যানিং থানায় খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।