জেলা
কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের মিছিল বুধাখালিতে
বিশ্ব সমাচার, কাকদ্বীপ: বাংলার প্রতি কেন্দ্রের বিজেপি সরকারের আর্থিক বঞ্চনা ও আকাশছোঁয়ার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কাকদ্বীপের বুধাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক। পরে উকিলের হাটে একটি প্রতিবাদ সভা করা হয়।
এদিনের প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনার বিরুদ্ধে সরব হন তৃণমূল নেতারা। সভায় উপস্থিত ছিলেন নামখানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অখিলেশ বারুই, বুধাখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু প্রধান, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক কর, বুধাখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান বানেশ্বর দাস প্রমুখ।