খবররাজ্য

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা বিজেপির

স্টাফ রিপোর্টার: আবাস যোজনায় ‘দুর্নীতি’ নিয়ে এবার আদালতের দরবারে বিজেপি।রাজ্যে এই কেন্দ্রীয় প্রকল্পে সমীক্ষায় গলদ হয়েছে, অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন পুরুলিয়ার জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা। তাঁর অভিযোগ, পুরুলিয়া জেলায় আবাস বণ্টনের জন্য সমীক্ষার কাজ ঠিকমতো হয়নি।

দেখা গিয়েছে, যোগ্য অর্থাৎ দরিদ্র মানুষজনের নাম নেই প্রাপকদের তালিকায়। বরং যাদের ঘরবাড়ি আছে, তাদের অধিকাংশের নাম রয়েছে। এই সমীক্ষা পুনরায় করা হোক স্বচ্ছতার সঙ্গে। সেই সময়ে আবাস যোজনা প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ বণ্টনে স্থগিতাদেশ দেওয়া হোক।মঙ্গলবার সেই আবেদন গৃহীত হয় হাই কোর্টে।

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। এই প্রকল্পের সঙ্গে জড়িত সব পক্ষের তরফে রিপোর্ট চান বিচারপতিরা। জানানো হয়, সমস্ত রিপোর্ট-সমেত আগামী ১৬ তারিখ ফের আদালতে হাজির হতে হবে। ওইদিনই পরবর্তী শুনানি।

Related Articles

Back to top button
error: Content is protected !!